কেন এই ওয়েব সাইট?
ফ্রি চাঙমা গান, বাংলাদেশে বসবাসরত আদিবাসীদের একটি গানের ওয়েব সাইট। এই ওয়েব সাইটে যতগুলো গান আপলোড দেয়া হয়েছে বা হবে সংশ্লিষ্ট শিল্পীদের নিকট থেকে অনুমোদিত হয়ে তাদের জ্ঞাত করে আপলোড দেয়া হয়েছে সামনে আপলোড দেয়া হবে।
এই ওয়েব সাইটটি সম্পূর্ণ সেবা মূলক ওয়েব সাইট। শুধুমাত্র আদিবাসীদের গানগুলো সংরক্ষণ করে রাখার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এই ওয়েব সাইটের আপলোড করা গানগুলো যে কেউ ফ্রিতে ডাওনলোড করে সংরক্ষণ বা উপভোগ করতে পারবেন। তবে শর্ত থাকে যে, কোন প্রকার ব্যবসায়িক বা আর্থিক সুবিধা বা অন্যকোন উপায়ে যা ব্যবসায়িক বা আর্থিকভাবে লাভবান করে এমন উদ্দেশ্যে ডাউনলোড বা সংরক্ষণ করা যাবে না।
Comments
Post a Comment